ভয়েস অফ কুষ্টিয়া ।। অনেকটা হঠাৎ করেই চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গ্রামগুলোতে পূর্বের তুলনায় বেড়েছে গরু চোরের উপদ্রব। প্রায় রাতেই কৃষকদের গোয়াল থেকে চুরি হচ্ছে বিভিন্ন জাতের গরু। আর এতে অনেকটা দিশেহারা হয়ে পড়ছেন খোয়া যাওয়া গরুর মালিক। দিগ্বিদিক ছোটাছুটি করে কেউ কেউ গরু উদ্ধার করতে পারলেও এসব ঘটনার সাথে জড়িত চোরেরা থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে। যার কারণে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বার বার।
বিগত কয়েকদিন ধরে উপজেলার বৃহত্তর গ্রাম উথলীসহ বেশকয়েকটি গ্রাম থেকে গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। চুরি হয়ে যাওয়া গরুর মধ্যে বেশ কয়েকটি উদ্ধার হয়েছে গরুর মালিকের কপাল জোরে। সম্প্রতি উথলী গ্রামের জনৈক এক ব্যক্তির দুটি গাভী রাতের আঁধারে গোয়াল থেকে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর। যা এখনো উদ্ধার করা হয়নি। এছাড়া অপর একটি ঘটনায় গরু উদ্ধার হলেও সনাক্ত করা সম্ভব হয়নি চোরচক্রের কোন সদস্যের। রাতে উথলী গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দর্শনার দক্ষিণ চাঁদপুরে খেজুর গাছ পাহারারত এক ব্যক্তিকে দেখে গরু ফেলে পালিয়ে যায় চোরচক্র। পরবর্তীতে গরুটি ফেরত পেতে সক্ষম হয় গরুর প্রকৃত মালিক।
তবে জীবননগর থানা পুলিশ প্রতিটা গরু চুরির ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তা উদ্ধারের জন্য আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। গরু উদ্ধারের জন্য খোয়া যাওয়া গরুর মালিককে সবধরনের সহযোগিতা করছেন। পাশাপাশি হঠাৎ বেড়ে যাওয়া এই গরু চুরি রোধে সকলকে আরও সচেতন হওয়ার পরামর্শ ও দিচ্ছেন। তবে এলাকাবাসী মনে করছেন গরু চুরির সাথে জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এ অবস্থা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। আর এভাবে গরু চুরি হতে থাকলে কৃষকরা বড়ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
রিপোর্টার: এম.এ.আর.নয়ন-চুয়াডাঙ্গা