চঞ্চল মাহমুদ ঝিনাইদহ ।। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু অফিসার ইনচার্জ বজলুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ২ নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল ওহাব প্রমুখ।
সভায় ১৫ আগাষ্টে শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, মসজিদ-মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও মোনাজাত, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতেযোগীতা, শিক্ষা প্রতিষ্ঠান সমুহে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালনের স্বিন্ধান্ত নেয়া হয়।