শাহিন বিশ্বাস ।। সারাদেশের ন্যায় কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টিতেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা । প্রাপ্ততথ্যে যানাযায়, আজ শনিবার ০২/১১/২০১৯ ইং তারিখে পান্টি বালিকা মাধ্যমিক ও পান্টি মাধ্যমিক বিদ্যালয় দুইটি কেন্দ্র মিলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় । দুইটি কেন্দ্র মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩৫৮ জন, এর মধ্যে অনুপস্থিত ছিল ৩১ জন, উপস্থিত ছিল ১৩২৭ জন বলে জানান কেন্দ্র সচিব শেখ ওবাইদুল হক দিলু ।