মোঃ সামরুজ্জামান (সামুন)
কুষ্টিয়া
চাইয়ে সবাই ফিরে যেতে
ফেলে আসা দিনগুলোতে
বিজয় দিবসের আগমনে।
রঙিন কাগজ রঙিন ফুলে
দেশ সাজাবো আপন মনে
বিজয় দিবসের আগমনে।
গাইবো আবার প্রাণ খুলে
নাচবো সবাই আপন-মনে
বিজয় দিবসের আগমনে।
বাংলাদেশের পতাকা হাতে
ছুটে যাব অনেক দূরে
বিজয় দিবসের আগমনে।
নৌকা সাজিয়ে পতাকা হাতে
ভেসে যাব অনেক দূরে
বিজয় দিবসের আগমনে।
সবাইকে আজ জানিয়ে দিব
গুলি ছুড়ে শব্দ করে
আজ যে ১৬ ই ডিসেম্বর।।